প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণ মুহূর্তের ভিডিওচিত্র ধারণ করার ঘটনায় আলোচিত মামলার মূল আসামী ধর্ষক শিমুল মিজি (২৪)কে অবশেষে গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাট থেকে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও এসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শিমুল মিজিকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে ধর্ষক শিমুল মিজির ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একদল যুবক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ধর্ষক শিমুল মিজিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১০ম শ্রেণীর স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় দায়ের করা মামলার মূল আসামী শিমুল মিজিসহ মোট ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্যে, ৯ জানুয়ারি রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সাইসাংগা গ্রামের দিন মজুর হারুন মিজির বখাটে ছেলে শিমুল মিজিসহ তিন বখাটে যুবক ১০ম শ্রেণীর শিক্ষার্থীকে তুলে নিয়ে লিপি বেগমের বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করে। শুধু তাই নয়, এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরে ওই ছাত্রী ধর্ষকের কাছ থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানালে একইদিন সন্ধ্যায় শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে।