মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে দুই বাড়িতে ডাকাতির অভিযোগ ॥ আহত ২
স্টাফ রিপোর্টার ॥

ফরিদগঞ্জ উপজেলার দুই বাড়িতে ডাকাতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতদের হামলায় তোফায়েল আহমেদ (৫০) ও মোঃ সাইফুল ইসলাম রকি (২৩) আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এছাড়া একই রাতে ওই ইউনিয়নের ৫টি বাড়িতে সিরিজ চুরির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও ডাকাতির শিকার পরিবার জানায়, শুক্রবার দিবাগত রাতে ৫/৬ জনের ডাকাতদল রূপসা উত্তর পশ্চিম রূপসা গ্রামের ব্যবসায়ী তোফায়েল আহমেদের বাসার কলাপসিবল গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তোফায়েল আহমেদের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দেয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। তার চিৎকারে ঘরের লোকজন এগিয়ে আসলে তার মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তোফায়েল আহমেদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে ওই রাতে পশ্চিম রূপসা গ্রামের বেপারী বাড়িতে তাহেরের ঘরের কলাপসিবল গেট ভেঙ্গে ডাকাতদল ঘরে প্রবেশ করে। ডাকাতদের বাধা দিতে গেলে তাদের হামলায় ঘরে থাকা মোঃ সাইফুল ইসলাম রকি (২৩) নামের এক যুবক আহত হয়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।

উভয় ঘটনায় গুরুতর আহত তোফায়েল ও মোঃ সাইফুল ইসলাম রকিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে একই রাতে পশ্চিম ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের স্বপন পাটওয়ারী, লিটন মেম্বারের বাড়ির সাহেম, হারুন, জমাদার বাড়ির মামুন ও মাইঝের বাড়ির খোরশেদের ঘরে চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি আমরা তদন্ত করছি। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে কিনা আমরা তাও দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়