প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:০০
কঠোর বিধিনিষেধের (কঠোর লকডাউন) দশমদিনে চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের ২৪২ জন পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার। গতকাল শনিবার (১০ জুলাই) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা (চাল) তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আপনাদের কষ্টের কথা চিন্তা করে এই উপহার পাঠিয়েছেন। আপনাদের যাতে এই মহামারীতে কষ্ট না হয় সে জন্যে আজকে আপনাদের জন্য এই উপহার। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হচ্ছে দেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে। লকডাউনে এটিই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ।
তিনি বলেন, আমরা যে বরাদ্দ পেয়েছি এসব বরাদ্দ ইতোমধ্যে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিয়েছি। তাঁদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যাতে অতি দ্রুত অসহায়, দুঃস্থ ও কর্মহীন লোকদের কাছে এই সহায়তা বিতরণ করেন। জনপ্রতিনিধিদের আমি অনুরোধ করছি, আপনাদের এলাকায় কেউ যেন অনাহারে না থাকে।
জেলা প্রশাসক আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজে যারা বিত্তশালী এবং স্বচ্ছল মানুষ আছেন আপনারা কর্মহীন ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আপনার দায়িত্ব রয়েছে প্রতিবেশীর খোঁজ খবর রাখা। আপনি খেয়ে থাকবেন, প্রতিবেশী না খেয়ে থাকবে, তাহলে আপনি ভালো প্রতিবেশী নন।
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দল প্রধান ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, পৌরসভার সচিব আবুল কালাম ভুঁইয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী ও এএইচএম আহসান উল্লাহ।
উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কাজী মোঃ মেশকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসান প্রমুখ।
কঠোর লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত কর্মহীন ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালক, বেদে ও হিজড়া সম্প্রদায়সহ দুঃস্থ ৮৬৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসনের হটলাইনে ফোন করে আবেদনকারী ৫শ’ পরিবারের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়।