মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০

লকডাউনের ৪র্থ দিনে প্রশাসন-পুলিশ-সেনাবাহিনী-বিজিবির টহল অব্যাহত

বাড়ছে মানুষের অহেতুক চলাচল

এম রহমান ॥
বাড়ছে মানুষের অহেতুক চলাচল

চাঁদপুরে করোনায় চলমান কঠোর বিধিনিষেধের ৪র্থ দিনেও প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির টহল অব্যাহত ছিলো। কঠোর বিধিনিষেধ অমান্য করায় জেলা ও উপজেলা প্রশাসন গতকাল রোববার ১৬০ জনকে জরিমানা করেছে। প্রধান সড়কগুলোতে গত তিন দিনের মতোই আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ তৎপর দেখা গেছে।

তবে সড়কে এবং পাড়া-মহল্লায় মানুষের আনাগোনা এবং সেই সঙ্গে বেড়েছে পথচারী ও নানা প্রয়োজনে বের হওয়া মানুষের চলাচলও। ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল দেখলে পথচারীর থুতনির মাস্ক নাকে-মুখে উঠছে। রাস্তাঘাটে অহেতুক মানুষের যাতায়াত বাড়ছে। এ সময় তারা নানা অজুহাত দেখাচ্ছে।

৪ জুলাই রোববার সকাল থেকে রাত পর্যন্ত চাঁদপুর শহরের কালীবাড়ি শপথ চত্বর এলাকা, পালবাজার গেট, বাস স্ট্যান্ড, চেয়ারম্যান ঘাটা, ওয়্যারলেস, বাবুরহাটসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

বাবুরহাট-পেন্নাই সড়কের মোড়ে পুলিশ প্রশাসন চেকপোস্ট বসিয়ে বহিরাগত গাড়ি, মোটরসাইকেল তল্লাশি করে কাগজপত্র জটিলতায় মামলা করেন। এছাড়া যারা ঘর থেকে বিনা কারণে বের হয়েছেন তাদেরকে সচেতন করার জন্যে পুনরায় ফিরিয়ে দিয়েছেন।

বাবুরহাট চেকপোস্টে অবস্থান নেন চাঁদপুর মডেল থানার এসআই সুমন ও এএসআই সাখাওয়াত এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুব্রত। পুলিশের টহল কার্যক্রম মনিটরিং করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন।

তিনি সাংবাদিকদের জানান, সরকার ঘোষিত সাত দিনের লকডাউনের চতুর্থ দিনে জনসচেতনতার জন্যে পুলিশ যা যা করা দরকার সবটুকু করছে। যারা বিনা কারণে ঘর থেকে বের হয়েছে তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছে। করোনাভাইরাসের ঊর্ধ্বগতি দমন করতে চাঁদপুর জেলা পুলিশ প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে।

এ দিকে চাঁদপুর আড়াইশ’ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিট থেকে জানা যায়, গতকাল রোববার পর্যন্ত ৩৩ জন ভর্তি রোগীর চিকিৎসা চলেছে এখানে। যার মধ্যে করোনা পজিটিভ ২২ জন এবং সাসপেক্টেড ১১ জন। অন্যান্য দিনের চেয়ে করোনা রোগী কম বলে জানান এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ডিউটি নার্স উম্মে সালমা।

অপর দিকে রোববার ৪ জুলাই স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়