শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১১:৩৩

চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর : সেই বিদ্যালয় মাঠ দখলমুক্ত করা হচ্ছে

কামরুজ্জামান টুটুল
চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর : সেই বিদ্যালয় মাঠ দখলমুক্ত করা হচ্ছে

হাজীগঞ্জের বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় মাঠটি মেলার নামে ৭ মাস ধরে দখলে ছিলো। দৈনিক চাঁদপুর কণ্ঠের অনলাইন ও প্রিন্ট ভার্সনে এ সংক্রান্ত একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয় গত ৪ অক্টোবর। সংবাদ প্রকাশের ২/৩ দিনের মধ্যে মাঠ থেকে সরঞ্জামাদি সরিয়ে নেয়ার কাজ শুরু করে মেলার আয়োজকরা। শনিবার ৯ অক্টোবর দুপুরে মেলার সরঞ্জামাদির মধ্যে শুধু টিনের বাউন্ডারী ছাড়া ভেতরের প্রায় ৮০ ভাগ মালামাল মাঠ থেকে সরিয়ে নিতে দেখা গেছে। এ নিয়ে শিক্ষার্থীসহ শিক্ষকদের মাঝে স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে।

এ নিয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম জানান, শনিবার দুপুরের মধ্যে অধিকাংশ মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। এটা সম্ভব হয়েছে আমাদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের আন্তরিক প্রচেষ্টার কারণে।

উল্লেখ্য, হাজীগঞ্জের বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ মাঠে গত মার্চ মাসে স্বাধীনতা মেলা ২০২১ আয়োজনের জন্য ৩ মাসের অনুমতি নিয়ে বিদ্যালয় মাঠে টিনের বেড়া দেন আয়োজকরা। সেই বেড়ার ভেতরেই টিকেট কাউন্টারসহ ছোট ছোট দোকান তৈরি করা হয়। মেলা করার জন্য পুরো প্রস্তুতি শেষ করার পর পর করোনার ভারতীয় ভেরিয়েন্ট আঘাত হানে দেশে। ফলে বন্ধ হয়ে যায় মেলার উদ্বোধনসহ সকল কার্যক্রম। এদিকে, মেলার আয়োজকরা মাঠ ব্যবহারের জন্য ২ মাসের অনুমতি চেয়ে আবেদন করলে সেই আবেদনে ৩ মাসের অনুমতি দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ। মাঠ ব্যবহারের অনুমতি দেবার প্রায় ৭ মাস অতিবাহিত হওয়ার পরেও মেলা আয়োজনকারী কর্তৃপক্ষ মাঠের দখল না ছাড়ার কারণে বিপাকে পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় খুলে দেবার আগে ও পরে আয়োজকদের চিঠি দিয়ে কোনো উত্তর পায় নি কর্তৃপক্ষ। এদিকে মাঠ দখল না ছাড়ার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলাসহ স্কাউট কার্যক্রম করতে পারছিল না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়