প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১০:৫৮
‘সারা বাংলা ৮৮’ প্যানেল চাঁদপুরের সদস্যদের মিরপুর-ডে অনুষ্ঠানে যোগদান
১৯৮৮ সালে যারা এসএসসি পাস করেছে, তাদের বাংলাদেশব্যাপী সংগঠন ‘সারা বাংলা-৮৮’। ৮৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলা হয়েছে ঢাকার মিরপুরে। ৮ অক্টোবর শুক্রবার মিরপুর শহীদ মোয়াজ্জেম হলে সকাল থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। চাঁদপুর থেকে ৮৮ ব্যাচের ৩০ জন এ অনুষ্ঠানে অংশ নেয়।
|আরো খবর
‘বন্ধুর টানে এসো মিলি এক প্রাণে’ এ স্লোগানে ’৮৮ ব্যাচের বন্ধুদের এদিন যেনো মহাসম্মিলন ঘটেছে। দেশের অনেক জেলা থেকে সহপাঠী বন্ধুরা এদিন একত্রিত হয়েছে মিরপুরের ঐতিহ্যবাহী শহীদ মোয়াজ্জেম হলে। সাত শতাধিক বন্ধু এ মিলনমেলায় অংশ নেয়। সারাদিন জম্পেশ আড্ডা ও নাচ-গানে মাতিয়ে রাখা হয়। ৮৮ বন্ধুদের অনেকেই তাদের পারফরম্যান্স উপস্থাপন করেন মঞ্চে। এছাড়া অতিথি শিল্পী ছিলেন বাংলাদেশের প্রথিতযশা কণ্ঠ শিল্পী ফাতেমাতুজ্ জোহরা ও সুবীর নন্দী। এছাড়া আকর্ষণীয় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। চমৎকার মনোমুগ্ধকর উপস্থাপনা, বিভিন্ন জেলার ৮৮ প্যানেলের প্রতিনিধিদের স্মৃতিচারণ অনুষ্ঠানকে খুবই প্রাণবন্ত করে তোলে। ৮৮ ব্যাচ চাঁদপুর প্যানেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা জহুরুল হক।
সারা বাংলা ৮৮ চাঁদপুর প্যানেল থেকে যারা মিরপুর-ডে তে অংশ নিয়েছেন তারা হচ্ছেন জহুরুল হক, সুফিয়ান আহ্ছান, ফিরোজ খান, মুক্তা রহমান, নিলুফা আক্তার, এএইচএম আহসান উল্লাহ, আবিদা সুলতানা, এস.এম. মজিবুল হক রাসেল, মাকসুদ মাওলা, রুমন পাঠান, আফরোজা পারভীন, হাসিনা বিনতে হোসাইন রাণী, জ্যোৎস্না আক্তার, ইলিয়াস মিয়া, মোবারক হোসেন সিকদার, নুরজাহান আক্তার, বিলকিস আক্তার, আলমগীর খান, নুরুল আমিন, মোরশেদ হোসেন পাটওয়ারী মিঠু, শরীফ মাহাবুব আলম, সালেহ আহম্মদ, জাহান শরীফ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নুরুজ্জামান, কনক রোকনুজ্জামান, সমর দাস, মৌসুমি রায়, মোঃ ইউসুফ গাজী ও মোঃ নজরুল ইসলাম স্বপন।