প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
হতদরিদ্র এতিমদের সাথে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের ইফতার মাহফিল
সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন চাঁদপুর প্যানেলের পক্ষ থেকে ২১ রমজান হতদরিদ্র এতিম অসহায়দের নিয়ে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে চাঁদপুরস্থ গুণরাজদী আল-আমিন এতিমখানায়। এতিমদের নিয়ে সারা বাংলা ৮৮ চাঁদপুরের বন্ধুরা একত্রে বসে ইফতার করেছে।
অনুষ্ঠানে চাঁদপুর প্যানেলের কো-অর্ডিনেটর জহির জায়েদুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জয়েন্ট কো-অর্ডিনেটর ইলিয়াস মিয়া, আজিজুর রহমান খোকা, শফিকুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মানজিল হোসেন।
উপস্থিত ছিলেন জয়েন্ট কো-অর্ডিনেটর মনির হোসেন খান, গফুর বেপারী, ইকবাল খান, আবদুর রহমান খোকা, আবদুল মান্নান মানু, তোফায়েল আহমেদ, উত্তম মজুমদার, পলাস দে, আশীষ কর্মকার, আহমেদ কবির রিংকু, সৈয়দ আহমেদ খান, দেওয়ান হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন, কামরুজ্জামান মুন্না, ছিদ্দিক লিটন ও এতিমখানার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী।