রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১১:৩৪

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ সম্পর্কে অপপ্রচার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বিবৃতি

অনলাইন ডেস্ক
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ সম্পর্কে অপপ্রচার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বিবৃতি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয় কলেজ’টি প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২০ সালে সারাবিশে^র ন্যায় বাংলাদেশেও যখন মহামারী করোনা ভাইরাস দেখা দেয়, তখনও এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাশ) ও স্নাতক (সম্মান) শ্রেণি সর্বোচ্চ পরিমাণ অনলাইন ক্লাশ চালু রাখে। এই প্রতিষ্ঠানটি উপজেলা ও জেলা পর্যায়ে বরাবর ফলাফলের শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ হতে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণির কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটিতে ৭টি বিষয়ে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা অনার্সে পড়ার সুযোগ লাভ করেছে। এসব বিষয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণ কোনো প্রকার সরকারি আর্থিক সুবিধা পাচ্ছেন না। প্রতিষ্ঠানের পক্ষ থেকেই তাদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। কিন্তু করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত টিউশন ফি না পাওয়ায় নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক বেতন-ভাতাদি ও সম্মানি প্রদান করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় কলেজের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ধারাবাহিক কর্মসূচি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় বিভিন্ন কর্মসূচি উদ্যাপন, প্রাতিষ্ঠানিক বিদ্যুৎসহ আনুষঙ্গিক খরচ কলেজের তহবিল থেকে নির্বাহ করা সম্ভব নয় বিধায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফিসহ বিদ্যুৎ ও জাতীয় দিবস উদ্যাপন ব্যয় নির্বাহের জন্য ফি নির্ধারণ করা হয়।

কিন্তু সম্প্রতি কলেজ বিরোধী এক শ্রেণির লোক এসব সিদ্ধান্তের বিষয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন সময়ে এসব বিষয়ে কোমলমতি শিক্ষার্থীদের কু-পরামর্শ, উস্কানি এবং গণমাধ্যম কর্মীদের অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। এসব বিষয়ে অত্র কলেজের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখার জন্য কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অনুরোধ করা গেল।

স্বাক্ষরিত

(ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া)

সভাপতি, পরিচালনা পর্ষদ

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ

ফরিদগঞ্জ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়