প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪১
'প্রত্ন-নাটক : লোহাগড় মঠে'র উদ্বোধনী মঞ্চায়ন সম্পন্ন
ফরিদগঞ্জের ঐতিহাসিক স্থাপনা ‘লোহাগড় মঠে’র কাহিনী নির্ভর প্রত্ন-নাটকের উদ্বোধনী মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) রাতে চাঁদপুরের তারুণ্যের উৎসব মেলায় নাটকটি মঞ্চস্থ হয়। নাট্য-তাত্ত্বিক মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় রেজা আজিজ রচিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : কেএম মাসুদ, মো. আলমগীর হোসেন পাটওয়ারী, ফাতেমাতুজ-জোহরা, মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস, সাধন চন্দ্র দত্ত, সপ্তমী রাণী দত্ত, মো. মোর্শেদ আলম খান, গৌতম কর্মকার রায়, প্রদীপ সরকার, মো. মেহেদী হাসান, রিতা ত্রিপুরা, সাফিকা সুলতানা, হাসিবুর রহমান, মোহাম্মদ আমির হোসেন, শাহরিয়ার আবির, স্বাধীন চন্দ্র দত্ত, (অতিথি শিল্পী), সিমন মাহ্দ্বীন (অতিথি শিল্পী), সিদরাতুল মুনতাহা সাকিবা (অতিথি শিল্পী) প্রমুখ।
|আরো খবর
নাটকটির পোশাক ও রুপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান, মঞ্চ ও আলোক পরিকল্পক মুরাদ হাসান এবং আবহ ও দ্রব্যসম্ভার পরিকল্পক জান্নাতুল পিংকি। প্রস্তাব এবং পরিকল্পনায় ছিলেন ফরিদগঞ্জের নাট্য ব্যক্তিত্ব ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন।
প্রযোজনাকেন্দ্রিক নাট্য কর্মশালার মাধ্যমে নির্মিত নাটকটির মুখ্য উপজীব্য হলো-- লোহাগড় মঠ ও মঠের সাথে সংশ্লিষ্ট দুই জমিদার ভাইয়ের দুঃশাসন এবং জনরোষে কী কারণে কীভাবে পতিত হয়েছিল তার কাহিনী চিত্র। লৌহ ও গহড়- এর বাল্যকাল থেকে উত্থান ও পতনের পরম্পরা নাটকটিতে রক্ষিত হয়েছে খুবই চমৎকারভাবে। একটি প্রত্ন-সম্পদকে কেন্দ্র করে অনুসন্ধানী বহুমাত্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে নাটকটির দেহপট রক্ষিত হয়েছে। তাই এই নাটকটিকে প্রত্ন-নাটক হিসেবে অভিধা দিয়েছে নির্দেশক মোস্তফা কামাল যাত্রা।
মোস্তফা কামাল যাত্রা নিজেও ফরিদগঞ্জ উপজেলা নিবাসী একজন নাটক অন্তঃপ্রাণ মানুষ। তাই নিজ জন্মভূমির প্রত্ন-নিদর্শন লোহাগড় মঠকে নিয়ে নাটকটি নিদের্শনা দেয়ার জন্যে আগ্রহী হন এবং কর্মশালার সমাপ্তিতে নাটকটি মঞ্চায়নের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।