শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে
  •   সৌদি আরবে বাংলাদেশের ১৬তম  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২০

মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত শুনে প্রাণ জুড়িয়েছেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান

শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন
শাহরাস্তি আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে ক্বেরাত পরিবেশন করছেন মিশরের ক্বারী শায়খ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি।

দেশ- বিদেশী ক্বারীগণের মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত শুনে প্রাণ জুড়িয়েছেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান। শাহরাস্তি উপজেলা জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদ শাহরাস্তি শাখার উদ্যোগে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের আয়োজন করা হয়। এতে একে একে ক্বেরাত পরিবেশন করেন মিশরের ক্বারী শায়খ মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি, তানজানিয়ার ক্বারী শায়খ রেজাঈ আইয়ুব, আফ্রিকার ক্বারী শায়খ ফারদান আদম, পাকিস্তানের ক্বারী শায়খ জিসান হানিফ ও ক্বারী শায়খ সালমান হাবিব, বাংলাদেশের নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার উচ্চতর তাজবীদ ও ক্বেরাতের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা ক্বারী এমদাদ উল্লাহ। মঙ্গলবার বিকেল থেকেই আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। বিকেলের পর থেকে স্থানীয় হাফেজ ও ক্বারীগণ কোরআন তেলাওয়াত শুরু করেন। সন্ধ্যার পর থেকে বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক মানের ক্বারীগণ তাদের তেলাওয়াত শুরু করেন। একে একে পবিত্র কোরআনের তেলাওয়াতে আগত মুসল্লিদের হৃদয় ছুঁয়ে যায়। শীত উপেক্ষা করে সকলেই কোরআন তেলাওয়াত শুনেন। মেসার্স সুন্দরবন স্টীল কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান ছিলেন হযরত মাওলানা বেলাল উদ্দিন নানুপুরী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার যুগ্ম সম্পাদক মাওলানা আবুল হোসাইন। শাহরাস্তি উপজেলা জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফারুক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়