রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৩

সুবিধাবঞ্চিত মানুষের পাশে সকলের দাঁড়ানো উচিত : সাজ্জাদ রশিদ সুমন

অনলাইন ডেস্ক
সুবিধাবঞ্চিত মানুষের পাশে সকলের দাঁড়ানো উচিত : সাজ্জাদ রশিদ সুমন

বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ রশিদ সুমন তীব্র শীতের সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৪) সকালে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে তার পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণপূর্ব এক সভায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাজ্জাদ রশিদ সুমন বলেন, প্রতি বছরের মতো এবারো অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি ও চেষ্টা করছি। সুবিধাবঞ্চিত মানুষের পাশে সকলের দাঁড়ানো উচিত। ছাত্র-জনতা ত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার একটি সুযোগ আমাদের এসেছে। আমাদের সামনে অনেক আশা-ভরসা আছে, আবার অনেক অনিশ্চয়তা আছে। আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে। আমাদের অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং তারপরে যথাশীঘ্র সত্যিকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মো. সেলিম খাঁন, শিক্ষক নজরুল ইসলাম মিন্টু শেখ, মো. ইমরান গাজি, মামুন পাটোয়ারী, কবির শেখ, আমির হোসেন শেখ এবং সাজ্জাদ রশিদ সুমনের প্রতিনিধি মাহফুজ শেখ, আনোয়ার হোসেন বাবলু শেখ, ফরহাদ হোসেন। উল্লেখ্য, সাজ্জাদ রশিদ সুমন করোনা মহামারীকালীন চাঁদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টর সেইফটি চেম্বার, এসি, অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন। এলাকার সাধারণ মানুষের মাঝে খাদ্য, শীতবস্ত্র, গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছেন। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তা নির্মাণ এবং বেকারত্ব নিরসনে ভূমিকা রেখে আসছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়