প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:১২
বিষ্ণুপুরের বড় হুজুর হাফেজ হারুনুর রশিদের ইন্তেকাল
জানাজা বাদ জোহর সন্তোষপুর নিজ বাড়িতে
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বড় হুজুর নামে পরিচিত, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হাফেজ মাওলানা হারুনুর রশিদ (৬৩) আর বেঁচে নেই। তিনি ৮ ডিসেম্বর রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....... রজিউন)।
|আরো খবর
হাফেজ হারুনুর রশীদের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের পশ্চিম সন্তোষপুর মহার আলী মিজি বাড়ি। এই বাড়ির মরহুম সাত্তার মিজির ছেলে তিনি। সোমবার সকাল ৮টায় মরহুমের প্রথম জানাজা বিষ্ণুপুরে তাঁর নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার জানাজায় ইমামতি করেন। বাদ জোহর ২য় জানাজা পশ্চিম সন্তোষপুরে মরহুমের নিজ বাড়ির জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এই জানাজায় ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা মো. সালাউদ্দিন।
হাফেজ মাওলানা হারুনুর রশীদ বিষ্ণুপুর সিদ্দিকীয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন ও বিষ্ণুপুর হযরত শাহজালাল জামে মসজিদের ইমাম ছিলেন। এর পূর্ব তিনি দক্ষিণ পশ্চিম মনোহরখাদী মাদ্রাসার প্রধান শিক্ষক ও অত্র মসজিদের ইমাম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি বড় হুজুর, পাঠান বাড়ি হুজুর এবং জনু হাজরা বাড়ি হুজুৃর নামেও পরিচিত ছিলেন। তিনি অত্র এলাকায় ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পুরো কর্ম জীবন অতিবাহিত করেন। তিনি ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে পরপারে পাড়ি দেন। চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা দারুসসুন্নাত নেছারীয়া হাফেজিয়া মাদ্রাসা ও ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী হাঁসা আল-আমিন ফাযিল (ডিগ্রি) মাদরাসায় তিনি পড়াশোনা করেন।