রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:১১

অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী

অনলাইন ডেস্ক
অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী

ফরিদগঞ্জে অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি। আগুন আতঙ্কে গ্রামবাসী। গত কয়েক দিন ধরে রহস্যজনকভাবে লাগা আগুনে দিশেহারা উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব দায়ছারা গ্রামের পালের বাড়ির কয়েকটি পরিবার। হঠাৎ দিনের আলোতে পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সামনে এমন ঘটনা ঘটছে। কখনও আসবাবপত্রে, কখনও জামা-কাপড়ে, কখনও ঘরের লেপ তোষকে, এমনকি বুধবার সকালে অদৃশ্য আগুনে দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। কী কারণে লাগছে এই আগুন এটা কেউ বলতে পারেনি। ফরিদগঞ্জ উপজেলার দায়চারা গ্রামের পালের বাড়ির কয়েকটি ঘরে আগুন লেগে কিছু সময় পরে আবার নিভে যায়। গত বছর পাশের চান্দের বাড়িতে একই ঘটনা ঘটে। একাধিক কবিরাজ দিয়ে তাবিজ লাগিয়ে এবং মিলাদ ও দোয়া পড়িয়ে রেহাই মিলছে না। এই রহস্যজনক অগ্নিকাণ্ডে আতঙ্কে আছে গ্রামবাসীও। এলাকাবাসীর দাবি, এমন আগুন লাগার ঘটনা কখনো দেখিনি। রাতে তেমন একটা আগুন লাগে না। দিনের বেলায়ই বেশি আগুন ধরে, আবার কিছু সময় পরে নিভে যায়। কবিরাজ দিয়ে তাবিজ লাগিয়ে কোনো কাজ হয় না। আগুন লাগে আবার কয়েকদিন বন্ধ থেকে ফের আগুন লাগার ঘটনা ঘটে। কেউ দেখতে গেলে তাদের গায়েও আগুন লাগে। বিভিন্ন চেষ্টা করেও তারা রেহাই পাচ্ছেন না বলে জানান। সবশেষে বুধবার (৪ ডিসেম্বর ২০২৪) সকালে আগুন লেগে পালের বাড়ির মৃত ফয়েজ উল্যাহর দুটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও পালের বাড়ির মাসুদের ঘরে, জহিরের ঘরের অঙ্গিনায় ও মোকলেছুর রহমান বতুর বসতঘরেও আগুন লাগে। চাঞ্চল্যকর ঘটনাটি জানতে পেরে আগুনের দৃশ্য দেখতে অনেকেই ওই বাড়িতে এসে ভিড় জমায়। আবার অনেকে আতঙ্কে ওই বাড়িতে প্রবেশ করেন না। কারণ, ঘরের ভেতরে প্রবেশ করার পর শরীরে আগুন লেগে যায় অনেকের। গত বছরও এলাকার চান্দের বাড়িতে এই ঘটনা ঘটে। কিন্তু আগুনের কোনো সূত্র খুঁজে পাওয়া যায় নি। আমাদের ধারণা, এটি কোনো অদৃশ্য বিষয়। আল্লাহর অশেষ রহমত ছাড়া কোনো রক্ষা দেখি না বলে জানান, স্থানীয় এই জনপ্রতিনিধি। কোন্ অদৃশ্য কারণে এই আগুন স্থানীয় কেউই বলতে পারছে না। অলৌকিক আগুন থেকে রেহাই পেতে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে হবে বলে জানান, ফরিদগঞ্জের মাওলানা মো. ইউনুছ হেলাল। আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে টিম নিয়ে ছুটে যাই। তবে কী কারণে আগুন লাগে, তা উদঘাটন করতে পারেননি বলে জানান ফরিদগঞ্জ ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান। স্থানীয়দের দাবি, কীভাবে আগুন লাগছে, সেই রহস্য দ্রুত সময়ের মধ্যে বের করে আতঙ্কিত গ্রামবাসীকে রক্ষা করা। সূত্র : দেশ টিভি অনলাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়