রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ২১:৫১

মতলব দক্ষিণে নারী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলব দক্ষিণে নারী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
মতলব দক্ষিণে সরকারি রাস্তার ক্ষতি করায় নারী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর একাংশ।

মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামে সরকারি রাস্তা ও গাইডওয়াল ধ্বংসের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বর্ষা মৌসমে পুকুরের পানি নিষ্কাশন করে রাস্তা ও গাইডওয়াল ভেঙ্গে সরকারি কাজের ক্ষতি এবং একই ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করায় স্থানীয় নারী স্বাস্থ্যকর্মী আকলিমা বেগমের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) বিকেল ৪ টায় কালিকাপুর বাজার এলাকায় নারায়ণপুর-কালিকাপুর সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন আয়োজন করেন কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর এলাকাবাসী। এতে অংশ নেন কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর এলাকার প্রায় সহস্রাধিক মানুষ। পরে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. কবির হোসেন প্রধান, আলম সরকার, মানিক মোল্লা, মিজানুর রহমান, আবু তালেব মুন্সি, আবুল হোসেন, সুফিয়ান মজুমদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাঙ্ক্ষিত রাস্তা তৈরির সময় স্বাস্থ্যকর্মী আকলিমা বেগম পরিকল্পিতভাবে বর্ষা মৌসমে পুকুরের পানি নিষ্কাশন করে রাস্তা ও গাইডওয়াল ভেঙ্গে সরকারি কাজের ক্ষতি করায় রাস্তার কাজ বর্তমানে বন্ধ রয়েছে। অভিযুক্ত আকলিমা বেগম নিজ দায়িত্বে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে জনগণকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে হবে। তা না হলে আমরা এলাকাবাসী আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।

এদিকে একই ঘটনায় মানববন্ধন শেষে বিকেল ৫টায় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন একেএম কবির হোসেন প্রধান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, আবুল মান্নান মুন্সি, রসুল মিয়া, আব্দুল হালিম, দেলোয়ার হোসেন হাজী, আওলাদ হোসেন মেরিন, খোকন সরকার, কবির প্রধান, বাবুল হোসেন, কাউছার সেকান্দার, আক্তার হোসেন চৌধুরী, মো. কামাল বেপারী, মফিজ বেপারী, খলিল বেপারী, আবুল হাসানাত, মতিন মুন্সি, রফিক ঢালীসহ কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর গ্রামের সর্বস্তরের জনগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়