প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:৩৫
নারায়ণপুরে অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ
মতলব দক্ষিণ নারায়ণপুর বাজারে উগ্রবাদ ইসকন সন্ত্রাসীদের হাতে শহিদ অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসি এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তাওহিদী জনতার ব্যানারে গত ৩০ নভেম্বর বাদ জোহর নারায়ণপুর সাহেববাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নারায়ণপুর বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাহেববাজার জামে মসজিদের খতিব মুফতি সালমান আহমেদ ফরিদী, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জিলানী তালুকদার, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী, সোহাগ বকাউল, ছাত্র-জনতার মধ্য থেকে মো. শরিফুল ইসলাম, মশিউর রহমান বাঁধন, বশির আহমেদ, মো. রাসেল, মো. আলাউদ্দিন কাজীসহ সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদী জনতা।
বক্তারা অবিলম্বে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। একই সাথে শহিদ অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন।