সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:৩৫

নারায়ণপুরে অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুরে অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

মতলব দক্ষিণ নারায়ণপুর বাজারে উগ্রবাদ ইসকন সন্ত্রাসীদের হাতে শহিদ অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসি এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তাওহিদী জনতার ব্যানারে গত ৩০ নভেম্বর বাদ জোহর নারায়ণপুর সাহেববাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নারায়ণপুর বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাহেববাজার জামে মসজিদের খতিব মুফতি সালমান আহমেদ ফরিদী, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জিলানী তালুকদার, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী, সোহাগ বকাউল, ছাত্র-জনতার মধ্য থেকে মো. শরিফুল ইসলাম, মশিউর রহমান বাঁধন, বশির আহমেদ, মো. রাসেল, মো. আলাউদ্দিন কাজীসহ সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদী জনতা।

বক্তারা অবিলম্বে উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। একই সাথে শহিদ অ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়