প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৮:৪৯
সভাপতি সাবেক সিইসি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এবং সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী
দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির ১ম জাতীয় সম্মেলন
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক ও গবেষক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। ২৫ নভেম্বর বাংলা একাডেমিতে ১ম জাতীয় সম্মেলনে নতুন এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি বাংলা একাডেমির সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাতিসংঘের সাবেক বিচারক ড. মো. শাহজাহান সাজু, সদস্য জাতীয় ব্যক্তিত্ব দেওয়ান সুলতান আহমেদ, কাইয়ুম রেজা চৌধুরী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নেতা ও ঢাকার সাবেক জেলা জজ মো. রফিকুল ইসলাম, রিহ্যাবের সাবেক সভাপতি প্রকৌশলী আবদুল আউয়াল, পানি বিশেষজ্ঞ কর্নেল (অব.) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মোঃ শামছুদ্দীন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবির।