শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২১:১৮

পালবাজারে ক্ষতিকর রং মিশিয়ে তালের বড়া ও জিলাপি তৈরি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
পালবাজারে ক্ষতিকর রং মিশিয়ে তালের বড়া ও জিলাপি তৈরি
চাঁদপুর শহরের পালবাজারে ক্ষতিকর রং মিশিয়ে তেরি করা তালের বড়া ও জিলাপি প্রত্যক্ষ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের বাজার তদারকি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় বৃহস্পতিবার বাজার তদারকি অভিযান পরিচালনাকালে খাবার খোলা রাখাসহ ক্ষতিকর রং মিশিয়ে তালের বড়া ও জিলাপি তৈরি করার দায়ে জরিমানা আরোপ ও আদায় করেছে।

এদিন শহরের পালবাজারে বিভিন্ন মুদি দোকান, সবজি দোকান, জিলাপি দোকান, ডিমের দোকান, চিংড়ি মাছ, ব্রয়লার দোকান, গরুর মাংসের দোকান ও মসলার দোকানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ক্ষতিকর রং মিশিয়ে তালের বড়া ও জিলাপি তৈরির দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে খোলা রাখার দায়ে মানিক হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে বিসমিল্লাহ নেছার স্টোরকে একই আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন।

তিনি জানান, অভিযানের ফলে কক মুরগির দাম কেজিপ্রতি ২৭০ টাকা থেকে কমে ২৬০ টাকা হয়েছে। ব্রয়লার মুরগী ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে প্রতি হালি ডিম ৪৬ টাকা থেকে ৪৮ টাকা করে বিক্রি হচ্ছে। আড়তে পাইকারি পর্যায়ে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৭০-৭৫ টাকা এবং টমেটো প্রতি কেজি ১১১ টাকা।

সর্বমোট ২টি প্রতিষ্ঠানে ছয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, ওজনে কারচুপি না করতে এবং মানসম্মত খাবার বিক্রি করতে সকল ব্যবসায়ীকে জোরালোভাবে সতর্ক করা হয়েছে। জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টরের একটি টিম এবং এসআই নুরুল আলমের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের টিম এই অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়