প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৯:০৭
হাজীগঞ্জে সাংবাদিক এনায়েত মজুমদারের ভাইয়ের দাফন সম্পন্ন
দৈনিক যায়যায়দিন পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি ও দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক এনায়েত মজুমদারের ছোট ভাই মোঃ তাফাজ্জল হোসেন মজমুদার তাপু (৩৫)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় টোরাগড় স্বর্ণকলি হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী। বুধবার (২০ নভেম্বর) বিকেলে রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তাফাজ্জল । ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনিত হলে তাকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুম তাফাজ্জল হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের টোরাগড় এলাকার মজুমদার বাড়ির বদিউল আলম মজুমদারের মেজো ছেলে। জানা গেছে, প্রায় সময় তাফাজ্জল পরিবারের কাউকে কিছু না বলে বাড়ির বাইরে বিভিন্ন এলাকায় চলে যেতেন। আবার নিজ থেকে বাড়িতে ফিরে আসতেন। একইভাবে তিনি বুধবার বাড়ি থেকে বের হন। বিকেলে তিনি রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। মরহুমের জানাজার নামাজে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ স্বর্ণকলি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী, পৌরসভার সাবেক কাউন্সিলর এমরান মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।