রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ২১:৩২

বিক্ষুব্ধ চালক-শ্রমিক টোল আদায় বন্ধে সড়ক অবরোধ

সোহাঈদ খান জিয়া
চালকদের মারধরের জের  চাঁদপুর সেতুর টোলঘর ভাংচুর করলো

৫ আগস্টের পর টানা কয়েকমাস চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধ থাকার পর পুনরায় টোল আদায় শুরু করায় বিক্ষুব্ধ হয়ে উঠে যানবাহন চালক এবং সাধারণ মানুষ। এরই জের ধরে  বৃহস্পতিবার টোলঘর এলাকায় দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সড়ক অবরোধ এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গাড়ি চালকরা টোল দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর টোল আদায়কারী কর্তৃপক্ষ হামলা চালিয়ে মারধর করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে  বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাছতলা এলাকায় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর  সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালক ও শ্রমিকরা। তারা টোল আদায় বন্ধের দাবি জানান।

এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার  কারণে দু দিকে  ৪ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী কয়েক হাজার যাত্রী।

জানা যায়, বৃহস্পতিবার   সকালে এক সিএনজি অটোরিকশা চালকের কাছে টাকা না থাকায় সে সেতুর টোলের টাকা না দেয়ায়  চালককে মারধর করে টোল আদায়কারীরা। এ ঘটনায় চালকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মারধরের ঘটনায় বাগাদী চৌরাস্তায়  সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা। পরে চালক-শ্রমিকরা একত্রিত হয়ে টোলঘর এলাকায় এসে টোল আদায় বন্ধ করতে গেলে তাদের ওপর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আই ট্রেডার্সের লোকজন ও তাদের আশ্রিত বহিরাগত লোকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে  হামলা চালায়। এতে বেশ কয়েকজন চালক ও শ্রমিক আহত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে  বিক্ষুব্ধ চালকরা টোলঘর ভাংচুর করে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসলে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

৫ আগস্টের পর চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধ করে দেয় ছাত্র-জনতা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সকল পক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দেয়া ৭ নির্দেশনা মেনে পুনরায় টোল আদায়ের অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। যদিও সেতুর টোল আদায় বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে চালক ও শ্রমিকরা। সিএনজি চালক সফিক, সোহাগ ও শরীফ  বলেন, বুধবার থেকে তারা আবার নতুন করে টোল আদায় শুরু করে। এ জায়গায় আর কোনো টোল আদায় চলবে না। আমরা গত ২০ বছর ধরে টোল বাবদ টাকা দিয়েছি। আর টাকা দিতে পারবো না। সুমন ও খোকন নামের দুই চালক বলেন, আমাদের এক চালকের কাছে টোলের টাকা না থাকায় সে টোল   না দেয়ায় তাকে মারধর করে টোল আদায়কারীরা। আমরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

চাঁদপুর সদর মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ যানবাহন শ্রমিক ও চালকরা। এতে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে টোল আদায় বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়