মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১৬:২৯

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে গণস্বাক্ষর কর্মসূচি

প্রবীর চক্রবর্তী
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে গণস্বাক্ষর কর্মসূচি

গত ১৯ বছর ধরে টোল আদায় হওয়া চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে শ্রমিক জনতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শনিবার (১৩ জুলাই) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৭দিনব্যাপি গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন কালে বক্তব্য রাখেন মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, পৌর সভাপতি কাউছার কাজী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, গাড়ী চালক আনেয়ার, মোস্তফা, ইসমাইল প্রমুখ। এসময় তারা বলেন, চাঁদপুর সেতুর নির্মাণ খরচ বহু আগেই উঠে গেলেও ফরিদগঞ্জসহ চাঁদপুরের দক্ষিনাঞ্চল, পাশ^বর্তী উপজেলা রায়পুর ও রামগঞ্জ উপজেলা লক্ষ লক্ষ মানুষ এই সেতুর টোলের বৈষম্যের শিকার। আমরা এর থেকে পরিত্রাণ চাই। তাই আমাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। আগামী এক সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক গণস্বাক্ষর নিয়ে এই সেতুর টোল বন্ধের দাবীতে কর্তৃপক্ষের কাছে আবেদন করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়