শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

শান্তিপূর্ণ আন্দোলনে দাবি আদায়ের ঘোষণা

প্রবীর চক্রবর্তী ॥
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

গত ১৯ বছর ধরে আদায় হওয়া চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে শ্রমিক জনতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শনিবার (১৩ জুলাই) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৭ দিনব্যাপী এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য রাখেন মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, পৌর সভাপতি কাউছার কাজী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, গাড়ি চালক আনোয়ার, মোস্তফা, ইসমাইল প্রমুখ।

এ সময় তারা বলেন, চাঁদপুর সেতুর নির্মাণ খরচ বহু আগে উঠে গেলেও ফরিদগঞ্জসহ চাঁদপুরের দক্ষিণাঞ্চল, পাশর্^বর্তী রায়পুর ও রামগঞ্জ উপজেলার লাখ লাখ মানুষ এই সেতুর টোলের বৈষম্যের শিকার। আমরা এর থেকে পরিত্রাণ চাই। তাই আমাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। আগামী এক সপ্তাহে সর্বোচ্চসংখ্যক গণস্বাক্ষর নিয়ে এই সেতুর টোল বন্ধের দাবিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করবো।

মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী জানান, চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছেন। কিন্তু একটি চক্র বিষয়টি অন্য খাতে নেয়ার চেষ্টা করছে। শনিবার আমাদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। কিন্তু ওই পক্ষটি গুজব ছড়াচ্ছে আমরা নাকি টোল আদায় বক্স ভাংচুর করবো, যা সঠিক নয়। এটি এই গণদাবি আন্দোলনটি ভিন্নখাতে নেয়ার জন্যে অপপ্রচার। প্রশাসন এমন সংবাদে টোল আদায়ের স্থানে পুলিশ মোতায়েন করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবো।

উল্লেখ্য, চাঁদপুর-লক্ষ¥ীপুর আঞ্চলিক মহাসড়কের ডাকাতিয়া নদীর উপর গাছতলা নামক এলাকায় ২৪৮ মিটার দৈর্ঘ্যরে চাঁদপুর সেতুটি ১৮ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ শেষে ২০০৫ সাল যান চলাচল শুরু হয়। তখন থেকেই নিয়মিত টোল আদায় চলছে। সর্বশেষ চাঁদপুর সওজ কর্তৃপক্ষ (০২/নিঃপ্রঃ/চাঁসবি/চাঁসে/২০২৩-২৪) স্মারকমূলে ভ্যাটসহ মোট ৯ কোটি ১৫ লাখ টাকা চুক্তিতে আগামী তিন বছরের জন্যে সেতুর টোল আদায়ের জন্যে ইজারা দেয় এমআই ট্রেডিংকে। এতোদিন মোটরসাইকেল থেকে টোল আদায় না হলেও গত ২ জুলাই থেকে নতুন করে মোটরসাইকেল থেকে টোল আদায় শুরু হলে হঠাৎ করেই ক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ। বিক্ষুব্ধ জনতা একত্রিত হওয়ার একপর্যায়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের মৌখিক নির্দেশে মোটরসাইকেল থেকে টোল আদায় বন্ধ হয়। ৬ জুলাই শনিবার সকালে টোল আদায় বন্ধের দাবিতে চাঁদপুর-লক্ষ¥ীপুর আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সেতুর অদূরে টোলঘরের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সহস্রাধিক মানুষ। রোববার (৭ জুলাই) সেতুর টোল বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়