শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৩

শাহতলীতে মোশারফ কারীর অত্যাচারে অতিষ্ঠ নিরীহ মানুষ

নিজস্ব সংবাদদাতা।।
শাহতলীতে  মোশারফ কারীর অত্যাচারে অতিষ্ঠ নিরীহ মানুষ

চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে চিহ্নিত সন্ত্রাসী মোশারফ কারীর অত্যাচারে নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বেশ ক'টি মামলার আসামী হওয়ায় তিনি অনেক দিন যাবত পলাতক ছিলেন। ক্ষমতার পটপরিবর্তনের পর এলাকায় এসে নিরীহ মানুষের ওপর অত্যাচার নির্যাতন শুরু করেছেন।

জানা যায়, মোশারফ কারী কয়েকটি মামলার আসামী। তিনি ওয়ারেন্টের আসামী হওয়ায় কয়েক বছর পলাতক ছিলেন। বর্তমানে এলাকায় এসে নিরীহ মানুষের ওপর অত্যাচার করাসহ মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। এমনকি তার ছেলে কাউসার হোসেন সিয়ামও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। বাবা-ছেলে দুজনই নিরীহ মানুষকে হয়রানি করে আসছে বলে এলাকার নিরীহ মানুষ অভিযোগ করেন।

কয়েকদিন আগে মোশারফ কারী তার আপন চাচী মমতাজ বেগমকে মারধর করে রক্তাক্ত জখম করেন। গ্রাম পুলিশকেও তিনি মারধর করেন। তার ভয়ে এলাকার নিরীহ মানুষ মুখ খুলে কথা বলতে সাহস পান না। শফিক কারীর ড্রেজার থেকে টাকা দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক'জন বলেন, মোশারফ কারী ওয়ারেন্টের আসামী হয়ে বাড়ি থেকে পালিয়ে যান। হঠাৎ করে দেশে এসে নিরীহ মানুষের ওপর অত্যাচার শুরু করেছেন।

মোশারফ কারী তার বাবা-মাকে মারধর করে বলেও অভিযোগ রয়েছে। তারা বাবা-ছেলে দুজনই মাদকের সঙ্গে জড়িত। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি দেয়া জরুরি বলে মনে করে এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়