শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে
  •   সৌদি আরবে বাংলাদেশের ১৬তম  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ২১:৪৯

মানবকল্যাণ সংগঠনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মাহবুব আলম লাভলু ॥
মানবকল্যাণ সংগঠনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মানবকল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত টিভি কাপ ডিসকভার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার বিকেলে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর। মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজির সভাপতিত্বে ও মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর বিএনপি নেতা বোরহান ফরাজি ও পৌর বিএনপির সদস্য মোঃ কবির সরকার। এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদল নেতা আনিছ বেপারী, আরিফ লস্কর, সাইফুল বেপারী, মোহাম্মদ হোসেন প্রমুখ। ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে শিকিরচর ফুটবল একাদশ ১ এবং বারোআনী ফুটবল একাদশ ২ গোল করে। এতে চ্যাম্পিয়ন হয় বারোআনী ফুটবল একাদশ । রেফারি হিসেবে ম্যাচটি পরিচালনা করেন মোঃ সুজন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান লস্কর বলেন, খেলাধুলা মানুষকে মাদকাসক্ত ও সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখে। কেননা খেলোয়াড়রা সাধারণত সাদামনের মানুষ হয়ে থাকেন। আমাদের সন্তানকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তাহলে মানসিক বিকাশ ঘটবে। খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন। ক্যাপশন : মতলব উত্তরে মানবকল্যাণ সংগঠনের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়