প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১৯:৫৯
ফরিদগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
ফরিদগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ২৩ অক্টোবর বুধবার দুপুরে ফরিদগঞ্জের রূপসা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫জন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা ও ৩ কেজি জাটকা ইলিশ জব্দ করে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
টাস্কফোর্সের অধিকাংশ সদস্যের উপস্থিতিতে পরিচালিত বাজার মনিটরিংয়ে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় না করায় একজন আড়তদারকে ১০ হাজার টাকা, পোল্ট্রি ও ডিম ব্যবসায়ী ১ জনকে ৩ হাজার টাকা, সবজি ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মুদি দোকানিকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া মাছের আড়তে ইলিশ মাছ পাওয়ায় একজন মৎস্যজীবী থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । প্রাপ্ত ৩ কেজি মাছ জব্দ করে গরিবদের মাঝে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, শিক্ষক প্রতিনিধি মশিউর রহমান মনা মাস্টার, এএসআই সগিরসহ ব্যবসায়ী প্রতিনিধি ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।