রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ২০:৩৫

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

গায়েবি মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে

--------অ্যাডঃ সলিম উল্লা সেলিম

অনলাইন ডেস্ক
গায়েবি মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লা সেলিম।

ফ্যাসিস্ট আওয়ামী বিচারকদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার সকালে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এই সমাবে সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ একেএম সলিম উল্লা সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। তাঁর বিরুদ্ধে আনা সকল মিথ্যা ও গায়েবি মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে হবে। ১৫ বছরের গায়েবি মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রতিটি জেলায় দ্রুত আইন কর্মকর্তা নিয়োগ দিতে হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেড এম রফিকুল হাসান রীপন। সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ এমরান হেসেন, অ্যাডঃ জসিম মেহেদী, অ্যাডঃ আলম খান মঞ্জু প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ কুহিনুর বেগম, স্পেশাল পিপি অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ তোফাজ্জল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম, ফোরামের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ ফোরামের অন্য সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়