প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৬:০১
মেহের কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন
আমরা কেউ সংখ্যালঘু সংখ্যাগুরু নই, আমরা সবাই বাংলাদেশী
------সচিব শীষ হায়দার চৌধুরী
শাহরাস্তি উপজেলার মেহের কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, চঁাদপুর জেলা আমার প্রিয় জেলা। শাহরাস্তির প্রতি আমার নাড়ির টান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু সংখ্যাগুরু নই, আমরা সবাই এক। আমরা এভাবে সম্প্রীতি বজায় রাখতে চাই। পূজার পরিবেশ দেখে ভালো লাগছে। সরকার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করেছে, সকল প্রকার সহযোগিতা করছে। এভাবে আমরা এক হয়ে সমাজে বসবাস করতে চাই।
|আরো খবর
এর পূর্বে ১১ অক্টোবর বিকেলে তিনি শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষ থেকে তঁাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিল আহমেদ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, মেহের কালীবাড়ি পূজা মণ্ডপ কমিটির সভাপতি হারাধন দে প্রমুখ