রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৮:৫১

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মেহের কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন

দুষ্কৃতকারীরা কোনো ধর্মের নয়, তারা চায় না আমরা ভালো থাকি

......জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

শাহরাস্তি ব্যুরো
দুষ্কৃতকারীরা কোনো ধর্মের নয়, তারা চায় না আমরা ভালো থাকি
মেহের কালীবাড়ি পূজা মণ্ডপে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। ৯ অক্টোবর রাতে শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের কালীবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলার সর্বোচ্চ এই দুই কর্মকর্তা। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, যে কোনো উৎসব সার্বজনীন , আমরা একসাথে বসবাস করি, প্রতিটা উৎসব আমরা পালন করি। আমরা সবাই বাংলাদেশী নাগরিক। দিন শেষে আমরা মানুষ। আমাদের ধর্মটা আমরা পালন করি। আমরা একসাথে সমাজে বসবাস করি, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসি। সমাজে কিছু দুষ্কৃতকারী আছে, তারা চায় আমরা ভুল কাজ করি। তারা কখনো চায় না আমরা ভালো থাকি। তারা কোনো ধর্মের নয়, তাদের পরিচয় আমাদের কাছে দুষ্কৃতকারী। আমাদের ইসলাম ধর্মেও এসব দুষ্কৃতকারীকে শয়তান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে সন্তোষ প্রকাশ করেন। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে পূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রেজওয়ান সাঈদ জিকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক টুটুন চন্দ্র মজুমদার প্রমুখ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপলতা ঠাকুর বাড়ি পূজা মণ্ডপও পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়