প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৯:১১
শাহরাস্তি প্রেসক্লাবে নবাগতদের মনোমুগ্ধকর আয়োজন
আরেকটি নতুন ইতিহাস রচিত হলো শাহরাস্তি প্রেসক্লাবে। একের পর এক ইতিহাস সৃষ্টি করছে এই সংগঠনটি। দীর্ঘ অপ্রাপ্তির ইতিহাস পেছনে ফেলে বিগত ২০ মাসে প্রাপ্তি বা অর্জনের ঝুলিতে যোগ হলো এক সাথে ১২জন নতুন সদস্যের অন্তর্ভুক্তি। ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার স্বনামধন্য বিনোদন স্পর্ট রিভার ভিউতে বসেছিলো নবীন-প্রবীণ সাংবাদিকদের এক মিলনমেলা। সেখানে নবাগত সদস্যরা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল। নবাগত সদস্য মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক আহমেদ চৌধুরী, মোঃ ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিন উদ্দীন মাইনু ও অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন।
এছাড়া নবীনদের মধ্যে মোঃ জসিম উদ্দীন, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম পাটোয়ারী, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, আহসান হাবীব, আবু মুছা আল শিহাব, মোছাদ্দেক হোসেন জুয়েল, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রোমানা বিলকিছ ও রকি চন্দ্র সাহা।
অনুষ্ঠানে নবীন সদস্যগণের উদ্দেশ্যে প্রেসক্লাবের প্রবীণ সদস্যগণ বলেন, এই পেশায় আপনাদের অতীতের ভূমিকা প্রশংসনীয়। আগামীতে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নিজেকে গড়ে তুলবেন। দেশ ও জাতির কল্যাণে নিজেকে সচেষ্ট রাখলে সমাজের দর্পণ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন। তাই সংগঠনের স্বার্থে সবাইকে তৈরি হওয়ার উদাত্ত আহ্বান জানান।
নবীন সদস্যরা বলেন, দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পর কাজল-স্বপন পরিষদের মাধ্যমে আমরা আজ প্রেসক্লাবের সদস্য হওয়ার স্বীকৃতি পেয়েছি। একসাথে ১২জন নবীন সদস্যকে প্রেসক্লাবে অন্তর্ভুক্ত করা একটি ইতিহাস। তাই সভাপতি, সাধারণ সম্পাদক ও যাচাই-বাছাই কমিটির সকল বিজ্ঞজনকে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে অকৃত্রিম কৃতজ্ঞতার চাদরে আবৃত করেছেন তারা। সভা শেষে সকলে মিলে নৈশভোজে মিলিত হন।