প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:১১
বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৪ অক্টোবর শুক্রবার এই কমিটি গঠন করা হয়। মাওলানা হাবিবুর রহমানকে আহ্বায়ক, হাফেজ মাওলানা মাজহারুল হক খানকে সদস্য সচিব ও মাওলানা নাজমুল হাসানকে সদস্য করে ১৫ সদস্য কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটি গঠনকল্পে চাঁদপুর সদরের বাইতুল আকসা জামে মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামত গ্রহণ শেষে জেলা আহ্বায়ক মাওলানা মুফতী মনিরুল ইসলাম কাসেমী সদর উপজেলা আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মুফতি আব্দুর রহমান নোমানী, সদর উপজেলার নেতা মাওলানা নাজমুল হাসান, সদস্য মাওলানা আবরারুল হক, মুফতি মঈনউদ্দীন, মাওলানা আবু ইউসুফ, মজিবুর রহমান প্রমুখ।