প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:১০
কচুয়ায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ
কচুয়া উপজেলা ও পৌর শাখা জামায়াতের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা জামায়াতের আমীর অ্যাডঃ আবু তাহের মেসবাহর সভাপতিত্বে এবং নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টীম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্যে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা সেক্রেটারী অ্যাডঃ মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারী সেক্রেটারী অ্যাডঃ শাহজাহান মিয়া, কুমিল্লা মহানগরী শাখার কর্মপরিষদ সদস্য ও আমীর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংগঠনিক থানা শাখার মো. শাহাদাত হোসাইন প্রমুখ। বৈরি আবহাওয়া উপেক্ষা করে উপজেলার ১১৭টি ওয়ার্ড দায়িত্বশীলগণ সমাবেশে উপস্থিত ছিলেন।