প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৯:০৬
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
চাঁদপুরে করোনা পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে
২২ জুন মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সভাপ্রধান ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে করোনা পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। প্রতিদিনই তিন থেকে চারভাগ হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। যেখানে কদিন আগে আক্রান্তের হার ১৪ ভাগ ছিলো। সেখানে আজকে তা ২০ ভাগে বৃদ্ধি পেয়েছে। একই হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাদারীপুরে লকডাউন দেয়া হয়েছে।
|আরো খবর
তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ কেউই করছেন না। কাঁচাবাজার, বিপণী বিতানে জনসমাগম হচ্ছে, এতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কেউ মাস্ক ঠিকমত পরছেন না। সকল জায়গায় জনসমাগম বৃদ্ধি পেয়েছে। সভা, সমাবেশে জনসমাগম হচ্ছে।
তিনি বলেন, আর হয়তো দু-তিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যদি সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চলেন, তাহলে চাঁদপুরে লকডাউন দেয়া ছাড়া বিকল্প থাকবে না।
তিনি বলেন, করোনার জন্য আমাদের সকল উদ্যোগ, আয়োজন ভেস্তে যেতে বসেছে। আমরা আগে কিছুটা ভালো ছিলাম কিন্তু এখন ভালো বলা যাবে না। দোকান মালিক সমিতি, বিপনী বিতানের ব্যবসায়ীরা, গণপরিবহণের নেতৃবৃন্দ কথা দিয়েছিলেন যে, স্বাস্থ্যবিধি মেনে তারা সবকিছু পরিচালনা করবেন। তাদেরকে বহুবার সতর্ক ও অনুরোধ করার পরেও তারা তা মেনে চলছেন না। তাদের কথাও তারা রাখছেন না।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। সভায় জেলার বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকা- বিষয়ে আলোচনা হয়।
সভায় সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে করোনায় আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জন্যে ৯৬০০টি সিনোভ্যাক্সের টিকা পাওয়া গেছে। উক্ত কেন্দ্রের জন্য রেজিস্ট্রেশনকৃত বাদপড়া স্বাস্থ্যকর্মী, মেডিকেল শিক্ষার্থী, নার্স, পুলিশ সদস্য এবং বিদেশগামীদের এই টিকা দেয়া হবে। এখন কোনো উপজেলায় টিকা সরবরাহ করা হবে না। পর্যায়ক্রমে অন্যদের টিকা দেয়া হবে। তিনি আরো বলেন, আসছে জুলাই মাসে চীনা ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে। তখন উপজেলাগুলোতে টিকা সরবরাহ করা হবে। চলতি জুন মাসের মধ্যে হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টটি চালু করা যাবে। তবে যন্ত্রপাতি এবং লোকবল সংকটের কারণে আইসিইউ চালু হতে বিলম্ব হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, ভাঙ্গনকবলিত এলাকায় কোনো ভারী স্থাপনা করা উচিত নয়। আমি সেটিকে সমর্থন করি না। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের উচ্চ পর্যায় থেকে ভাঙ্গন কবলিত এলাকায় কোন ভারী স্থাপনা না করার নির্দেশনা রয়েছে। এসব বিষয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, এনএসআইয়ের উপ-পরিচালক শেখ আরমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান, জেলা সমাজসেবা উপ-পরিচালক রজত শুভ্র সরকার ও হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোমেনা আক্তার। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন পৌরসভার মেয়রগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, স্বাধীনতাপদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।