বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০

মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী আইসিইউতে

মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী আইসিইউতে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ফরিদগঞ্জ থানার দায়িত্বে থাকা বিএলএফ (মুজিব বাহিনী) কমান্ডার হানিফ পাটোয়ারী ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে আছেন। তিনি আমেরিকা থেকে দেশে আসার পর গত বেশ ক’বছর যাবত চাঁদপুর শহরস্থ কোড়ালিয়ার বাসায় একাকী বসবাস করে আসছিলেন। সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক’দিন থাকার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয় এবং তারপর বাসায় এনে চিকিৎসা চালানো হয়। এমতাবস্থায় ক’দিন আগে তার অবস্থার অবনতি হলে তাঁকে আবার ঢাকায় নেয়া হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু আরোগ্যে দোয়া চেয়েছেন তাঁর সহযোদ্ধা মুক্তিযোদ্ধারা।

হানিফ পাটোয়ারীর ঘনিষ্ঠজন সূত্রে জানা যায়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। বুকের মধ্যে কফ জমে ইনফেকশন হয়ে তা দ্রুত শরীরের রক্তের সাথে মিশে গেছে। এতে তাঁর শ্বাস কষ্ট বেড়ে গেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়