প্রকাশ : ২২ জুন ২০২১, ০৯:০৪
এডিবির নতুন প্রকল্পের জন্যে চাঁদপুর পৌর এলাকা পরিদর্শনে এলজিইডি প্রতিনিধি দল
ফান্ড পাওয়া গেলে চাঁদপুর পৌরসভায় শত কোটি টাকার উন্নয়ন কাজের সম্ভাবনা তৈরি হবে
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চাঁদপুর পৌরসভার রাস্তা, ড্রেনসহ অবকাঠামো উন্নয়ন কাজকে আরো ত্বরান্বিত করতে এলজিইডি সদর দপ্তরের একটি প্রতিনিধি দল চাঁদপুর আসেন। গতকাল ২১ জুন সোমবার তাঁরা এ পরিদর্শনে আসেন। এলজিইডি প্রধান কার্যালয় থেকে প্রজেক্ট কর্মকর্তা মোঃ আমির হোসেন ও ডাটা এনালিস্ট খালিদ সাইফুল্লাহ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাঁরা চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম শামসুদ্দোহাসহ প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
এ সময় এডিবির অর্থায়নে বাস্তবায়িত শহরের যেসব রাস্তা ও ড্রেন হয়েছে তা পরিদর্শন করেন এবং আরো যে সমস্যা রয়েছে সে সম্পর্কে অবগত হন তাঁরা।
এদিন বিকেলে পুরাণবাজার ব্যবসায়িক এলাকা, ট্রাকরোড, অটো স্ট্যান্ড, নতুন রাস্তাসহ আরো অন্যান্য এলাকা তারা ঘুরে দেখেছেন। এ সময় উপকার পাওয়া বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের সাথে কথা বলেন এলজিইডি ওই প্রতিনিধিদলের কর্মকর্তাগণ।
এ বিষয়ে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রজেক্ট কর্মকর্তা মোঃ আমির হোসেন বলেন, এডিবির ফান্ডের মাধ্যমে ইতিমধ্যে চাঁদপুর পৌর এলাকায় ইউজিআইআইপি প্রকল্প দ্বারা প্রায় ৩৫ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। শহরের যে সব রাস্তা ও ড্রেন হয়েছে, এতে জনগণ উপকার পাচ্ছে কিনা তা জানতে এবং পরবর্তী প্রজেক্ট ডিজাইন করার জন্যে আমরা সরেজমিন পর্যবেক্ষণ করতে এসেছি। এর উপর আমরা রিপোর্ট তৈরি করব, এই রিপোর্ট এডিবি হেডকোয়ার্টারে যাবে।
তিনি আরো বলেন, এডিবি এখানে যে ফান্ড দিয়েছে তা জনস্বার্থে পৌরবাসীর জন্যে কাজে লেগেছে। আমরা এই রিপোর্টটিকে ইতিবাচকভাবে উপস্থাপন করবো, যাতে নতুন আরেকটি প্রজেক্ট এখানে দেয়া হয়। পরবর্তী ফান্ড পাওয়া গেলে চাঁদপুর পৌরসভায় ১০০ কোটি টাকার উন্নয়ন কাজের সম্ভাবনা তৈরি হবে।