রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২২ জুন ২০২১, ০৮:৪৩

মতলব দক্ষিণে শিক্ষার্থীদের ইউনিক আইডি বিষয়ক কর্মশালার উদ্বোধন

রেদওয়ান আহমেদ জাকির/মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলব দক্ষিণে শিক্ষার্থীদের ইউনিক আইডি বিষয়ক কর্মশালার উদ্বোধন

মতলব দক্ষিণ উপজেলার স্কুল ও কলেজের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সিআরভিএস-এর ব্যবস্থাপনায় ইউনিক আইডি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ জুন সকাল ৯টায় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে ব্যানবেইস বাস্তবায়ন করছে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রহিম খানের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিনের সভাপতিত্বে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলার স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রহিম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আছিয়া আক্তার ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোজাহের হোসেন।

ব্যানবেইসের ট্রেনিং সার্ভারের মাধ্যমে উপস্থিত সবাইকে শিক্ষার্থীদের ইউনিক আইডিতে ডেটা এন্ট্রি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থীর একটি সমৃদ্ধ ডেটাবেজ তৈরির এটি সরকারের প্রশংসনীয় উদ্যোগ। এ কাজটি সফলভাবে বাস্তবায়নের জন্যে শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সঠিকভাবে শিক্ষার্থীদের তথ্য ইনপুট দিতে হবে। কারণ এই ডেটাবেজের উপর ভিত্তি করে ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের সকল নাগরিক সুযোগ সুবিধা পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়