প্রকাশ : ১২ জুন ২০২২, ১২:৩৮
সম্মেলন সফল করায় জাতীয় পার্টির নবাগত সভাপতির কৃতজ্ঞতা
দীর্ঘ ১ যুগ পর গতকাল ১১ জুন শনিবার চাঁদপুর জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থা, চাঁদপুর শহরবাসী, বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, দলের সর্বস্তরের নেতা-কর্মী-সর্মথক ও চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির নর্বনিবাচিত সভাপতি আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া।
|আরো খবর
বিশেষ করে চাঁদপুরে কর্মরত দেশের জাতীয়, স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের লেখনিসহ বিভিন্ন উপায়ে বিভিন্ন সহযোগিতা স্মরণ করে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি গতকাল রাতে তাঁর স্বাক্ষরে বিভিন্ন মিডিয়াতে প্রেরিত এক বার্তায় উক্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সম্মেলন চলাকালে চাঁদপুর শহরবাসীর সাময়িক সমস্যার জন্যে দুঃখ প্রকাশ করেন। তিনি চাঁদপুর জেলাবাসীকে আগামীতে চাঁদপুরের রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার জন্যে সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।