প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:৪৫
শাহরাস্তি পৌরসভায় পানিবন্দী বেশ ক’টি পরিবার
গত ক’দিন থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে শাহরাস্তি পৌর এলাকার বেশ ক’টি পরিবার। শাহরাস্তি পৌরসভা সদরের প্রধান বাজারগুলোতে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পাড়া-মহল্লায় এ ব্যবস্থা না থাকায় পৌরবাসীকে বিপাকে পড়তে হয়। শাহরাস্তি উপজেলা সদরের সামনেই অবস্থিত তেমনি একটি পরিবার বিগত ক’বছর ধরে বর্ষা মৌসুম আসলেই দুর্ভোগ পোহাতে হয়। অপরিকল্পিত ঘর-বাড়ি নির্মাণ করার ফলে উপজেলা সদরে বসবাস করেও পানিবন্দী থাকতে হচ্ছে তাদের। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন তার পরিবার নিয়ে পানিবন্দী হয়ে পড়েছেন। বাড়ির চারপাশে পানি জমে থাকায় বিভিন্ন পানিবাহিত রোগে তাদের ভুগতে হচ্ছে। এছাড়া এডিস মশার ভয়ে স্ত্রী সন্তান নিয়ে আতঙ্কে দিন অতিবাহিত করছেন তারা। তার সাথে সাংবাদিক জামাল হোসেন ও তার ভাই হারুনুর রশিদ, মিজানুর রহমান পানিবন্দী হয়ে বসবাস করছেন।
|আরো খবর