বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০০:০০

৭ মার্চ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)

বঙ্গবন্ধুর ভাষণের মধ্যেই স্বাধীনতার শব্দটি উচ্চারিত হয়েছিলো

বঙ্গবন্ধুর ভাষণের মধ্যেই স্বাধীনতার শব্দটি উচ্চারিত হয়েছিলো
হাছান খান মিসু ॥

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পুলিশ লাইন্সে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘চেতনায় মুক্তিযুদ্ধে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার ৭ মার্চ চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্যে স্পষ্টভাবেই বাংলাদেশের স্বাধীনতার শব্দটি উচ্চারিত হয়েছিলো। এর মধ্য দিয়ে দেশের সকল মানুষকে নিজ নিজ জায়গা থেকে শক্ত অবস্থানে থেকে স্পষ্টভাবে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ভাষণটি আজ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। আজও বাঙালি জাতির পিতার স্বাধীনতার ডাক ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। ........আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এ দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদেরকে হত্যা করা হয়, আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ শুনলে শরীরের রক্ত টগবগ করে উঠে। এতো রক্তের ওপর নির্মিত স্বাধীনতার সম্মানকে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী কখনো খর্ব হতে দিতে পারি না।

আলোচনা সভার পূর্বে পুলিশ লাইন্সে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘চেতনায় মুক্তিযুদ্ধে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) সহ চাঁদপুর নৌ পুলিশ অঞ্চল ও পিবিআই চাঁদপুরের ইউনিট প্রধানগণ।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন পিপিএম-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিবিআই-চাঁদপুরের পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভীন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়