বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

একদিনে শনাক্তের হার ৬.৯৭

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম সুলতান প্রধানীয়া (৮০)। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার করবন্দ গ্রামে। জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি বেলা পৌনে ১২টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিনি ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি করোনার টিকা গ্রহণ করেন নি।

এদিকে গতকাল ১৮ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুর জেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৯৭ শতাংশ। এদিন ৮৬ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে শনাক্ত হয় ৬ জন। শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১ জন, মতলব উত্তরে ১ জন, কচুয়ায় ৩ জন ও শাহরাস্তি উপজেলার ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ৬ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১শ’ ৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬শ’ ২৯ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৫ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১২৯২ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২০ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৪৭২ জন, হাইমচরে ৯০০ জন, মতলব উত্তরে ৯৫৭ জন, মতলব দক্ষিণে ১৩৮৫ জন, ফরিদগঞ্জে ১৯৮২ জন, হাজীগঞ্জে ১৭১৫ জন, কচুয়ায় ৯৩১ জন ও শাহরাস্তিতে ১৮২৪ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়