প্রকাশ : ১৮ জুন ২০২১, ১২:২৪
চাঁদপুর সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিনের যোগদান
চাঁদপুর সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আসিফ মহিউদ্দিন। তিনি বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।
|আরো খবর
গত ১৬ জুন বুধবার চাঁদপুর জেলা পুলিশে যোগদান করে তিনি সদর সার্কেলের দায়িত্ব বুঝে নিয়েছেন।
আসিফ মহিউদ্দিনের জন্মস্থান চট্টগ্রাম জেলার রাউজানে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষে করে ৩১ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগে সিএমপি পাঁচলাইশ জোনের এসি হিসেবে যোগদানের পর শুরু হয় তাঁর কর্মজীবন। সেখানে থেকে কাউন্টার টেররিজম ইউনিটে যোগদান করে জর্ডানে প্রশিক্ষণ নেন। পরে তিনি সিএমপিতে বোমা ডিস্পোজাল ইউনিটে বীরত্বের সাথে কাজ করে বেশ সুনাম অর্জন করেন।
আসিফ মহিউদ্দিন জানান, চাঁদপুর সদরে অবৈধ অস্ত্র, মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এগুলোর ব্যাপারে তার নজরদারি থাকবে বেশি।