বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০

হাজীগঞ্জে ফাঁকা সড়কে ভয়াবহ সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

হাজীগঞ্জে ফাঁকা সড়কে ভয়াবহ সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
কামরুজ্জামান টুটুল ॥

ফাঁকা সড়কে ট্রাকের ধাক্কায় স্ক্যাপার হয়ে গেলো মোটরসাইকেল। এতে করে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে, মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হয়ে জীবনণ্ডমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ট্রাক আর মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর হাজীগঞ্জণ্ডকচুয়াণ্ডগৌরীপুর সড়কের হাজীগঞ্জ অংশের পাতানিশ পাটোয়ারী বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত আরিফ খান জয় (৩২) কুমিল্লার বড়ুয়া উপজেলার আড্ডা গ্রামের খান বাড়ির কুদ্দুস খানের ছেলে। নিহত আরিফ হাজীগঞ্জ বাজারে একটি পলিসাইনের ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরি করতেন। এই ঘটনায় মারাত্মক আহত জালাল (২০) একই গ্রামের আলী আশ্রাফের ছেলে।

পাতানিশ এলাকার প্রত্যক্ষদর্শী আবুল খায়ের জানান, লকডাউনের সুবিধায় ফাঁকা সড়কে দ্রুতবেগে চলানো মোটরসাইকেল ও ট্রাক একে অপরকে অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে কয়েক টুকরা হয়ে সড়কের পাশে পড়ে থাকে। সাথে সাথে স্থানীয়রা মারাত্মক আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দুজনকে তাৎক্ষণিক ঢাকা রেফার করেন।

এদিকে আহত দুজনকে ঢাকা নেয়ার পথে হাজীগঞ্জ থেকে কচুয়া গেলে অ্যাম্বুলেন্সের ভেতরেই আরিফ খান জয় মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপণ্ডপরিদর্শক জয়নাল আবেদিনণ্ড২ জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক মারা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন চাঁদপুর কণ্ঠকে জানান, ট্রাকের চালক ঘটনার পর পর পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করলে আমরা মামলা নেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়