শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় মোটরসাইকেল ও সুরমা বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী কাজল বেগম। গতকাল শুক্রবার সকালে উপজেলার সাচার-গৌরিপুর সড়কের বায়েক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক নিহত সেলিম মিয়া (৫২) উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জুনাসার গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। সেলিম হোসেন স্ত্রী কাজল বেগমকে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে কচুয়ার উদ্দেশ্যে রওনা হন। সকাল ১০টার দিকে কচুয়ার সীমান্তবর্তী বায়েক মোড়ে পৌঁছলে কচুয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী সুরমা বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহতের স্ত্রী কাজল বেগমকে মুমূর্ষু অবস্থায় সাচার প্রাইভেট ক্লিনিক নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল জানান, বায়েক মোড়ে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস ও মোটরসাইকেল জব্দ করে নিহতের লাশ থানায় নিয়ে এসেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়