মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৭:০৬

মাদকমুক্ত কচুয়া গড়ার প্রত্যয়

কচুয়ায় দ্বিতীয় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় দ্বিতীয় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কচুয়ায় ২য় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

কচুয়ায় দ্বিতীয় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আবু নাছিরের সঞ্চালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, শিক্ষা অফিসার শাহানা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী খেলায় অংশ নেয় ১নং সাচার ইউনিয়ন পরিষদ ফুটবল দল এবং ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদ ফুটবল দল। টুর্নামেন্টটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

সমাজ থেকে মাদক নির্মূল করে খেলার ভাল দিকগুলোকে কাজে লাগিয়ে উপজেলাকে এগিয়ে নিতে প্রশাসন বদ্ধপরিকর। টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান অতিথিরা। মোট ১৬ টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়