শনিবার, ১৭ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৫:৩৪

মতলব উত্তরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

মতলবে শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সঙ্গে জনগণের অংশগ্রহণ জরুরি : এএসপি খায়রুল কবীর

মতলবে শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের সঙ্গে জনগণের অংশগ্রহণ জরুরি : এএসপি খায়রুল কবীর
বাবুল মুফতী

মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক আয়োজন 'মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫'।

শুক্রবার (১৬ মে ২০২৫) বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচটি আয়োজন করে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, যার মূল উদ্দেশ্য সমাজে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর বলেন, “আজকের এই আয়োজন একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সমাজে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বাড়ছে, তা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টায় সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা।"

তিনি আরও বলেন, আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক নেতৃত্বের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে এবং আমরা চাই সকলে মিলে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তুলি। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্যে এবং আশা করি এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজিত হবে, যা সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, “আমরা সবসময় চেষ্টা করি মতলব উত্তর থানা এলাকাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জায়গা হিসেবে গড়ে তুলতে। জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। আমি আহ্বান জানাবো, যে কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে আপনারা আমাদের জানাবেন। আপনারা আমাদের অংশীদার—একসাথে কাজ করলে আমরা অবশ্যই একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো। এ ধরনের সচেতনতামূলক আয়োজন সেই পথেই একটি বড় পদক্ষেপ।”

মতলব দক্ষিণ থানার ওসি সালে আহম্মেদ বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হলে শুধু পুলিশ নয়, পরিবার ও সমাজের প্রতিটি সদস্যকে সচেতন হতে হবে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই, এসব প্রতিরোধে সকলে এগিয়ে আসুক। পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে হলে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি আয়োজকদের এমন একটি সময়োপযোগী আয়োজন করার জন্যে ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত আকারে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাবের সদস্য রোকন সরকার।

মাঠে মুখোমুখি হয় মতলব সোনালী অতীত বনাম গৌরিপুর ভোরের সাথী। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গৌরিপুর ভোরের সাথী একাদশ ৩-১ গোলে জয়লাভ করে। দর্শকদের উপচেপড়া ভিড় এবং প্রাণবন্ত উৎসাহ পুরো খেলাকে উৎসবমুখর করে তোলে।

এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী সমাজসেবক মনছুর আলম ইমন (আমেরিকা) ও কামরুল হাসান রাসেল (ইতালি)। তাঁদের আন্তরিক সহযোগিতা এবং উৎসাহ প্রদানের জন্যে আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার ও স্মারক প্রদান করা হয়।

এ ধরনের আয়োজন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজে মাদকবিরোধী আন্দোলনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে—এমনটাই বিশ্বাস করেন আয়োজকরা। নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুসরণযোগ্য হয়ে উঠেছে সবার কাছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়