প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৫
চাঁদপুরে ক্লেমন অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট

চাঁদপুর স্টেডিয়ামে ক্লেমন অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ক্লেমন চ্যাম্পিয়ন্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল ও রানারআপ হয়েছে ক্লেমন রাইডার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল এবং তৃতীয় হয়েছে ক্লেমন ভিক্টোরিয়ান্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল।
চাঁদপুর জেলার অনূর্ধ্ব-১৪ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে রমজানের প্রথম সপ্তাহে শুরু হয় একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে তিনটি দলের হয়ে অংশ নেন ৪৫ জন ক্রিকেটার। প্রতিটি দলের খেলাগুলো অনুষ্ঠিত হয় লীগ পদ্ধতিতে।
শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলসহ বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটারদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, অভিভাবক ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লেভেল ‘এ’ কোচ ও ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির কোচ পলাশ কুমার সোম। তিনি এ প্রতিবেদককে বলেন, আমি প্রতি বছরই চেষ্টা করি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮-এর জেলা পর্যায়ের খেলার আগে একাডেমিভিত্তিক টুর্নামেন্ট করার।
আর এটা করে যাচ্ছি এর কারণ একটাই, ১০ দিনের প্র্যাকটিস সমান ১ ম্যাচ। যত ম্যাচ খেলবে ছেলেদের তত গেম ম্যাচ্যুরিটি তৈরি হবে।
তার জন্যে আমি চেষ্টা করি, প্র্যাকটিসের মাঝে মাঝে বেশি ম্যাচ খেলাতে। যেন জেলা পর্যায়ে যখন খেলা শুরু হয় বয়সভিত্তিক, তখন যেন তারা তাদের ইন্ডিভিজুয়াল ভালো পারফরম্যান্স করতে পারে, ভালো করে ডিভিশন পর্যায়ে ডাক পায় এবং ডিভিশন থেকে চ্যালেঞ্জ ট্রফিতে ও ওয়াইসিএল-এ সুযোগ পায়। আমি বিগত দিনেও অনূর্ধ্ব-১৪-এর তিনদিনের টেস্ট ম্যাচ খেলিয়েছি। কারণ একটাই, এদের যদি ছোট থেকে টেস্ট ম্যাচের অভিজ্ঞতা হয়ে যায়, তাহলে ডিভিশনে গিয়ে তিনদিনের ম্যাচ খেলতে পারবে, ম্যাচ্যুরিটি অনেক বাড়বে। তার জন্যে আমি চেষ্টা করি একাডেমিভিত্তিক প্রতিবছর একাডেমি কাপ করার জন্যে।
ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, একটা কথাই বলবো খেলাধুলার পাশাপাশি পড়ালেখা করাটা সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট এবং মা- বাবার কাছে আমার অনুরোধ থাকবে, ১৮ বছরের আগে কাউকে মোবাইল দিবেন না এবং বাইরে যেন আড্ডা না দিতে পারে সেদিকে খেয়াল রাখবেন।
আমরা যতক্ষণ মাঠে থাকি ততক্ষণ চেষ্টা করি ভালো গাইড দেয়ার। আপনারাও চেষ্টা করবেন, সন্ধ্যার দিকে যখন বাসায় যায় প্র্যাকটিস করে, তারপর বাসা থেকে যেন আর বের না হয়, পড়ালেখা যেন ঠিকভাবে করে, তার কোনো বন্ধু-বান্ধবের সাথে যেন আড্ডা না দেয়।
একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা হলেন---ক্লেমন চ্যাম্পিয়ন্স : অয়ন, আফ্রিদি, মেরাজ, ইশা, সাজু, আরাব, নিরব, পারভেজ, তানজিম, জোবায়ের, তালহা, সাগর, নিলয়, জুবায়ের (২)।
ক্লেমন রাইডার্স : রমজান, কবির, আফতাব, সিয়াম শিহাব, আব্দুর রহমান, অয়ন, জিসান, লাবিব, শুভ, সামি ও জিহাদ।
ক্লেমন ভিক্টোরিয়ান্স : সাব্বির, সাইফ, তাসিন, মিশেল, রাসেল, অনব, রায়হান, রাফিন, তানজিল, রাহুল, শাহাদত, সিয়াম, নিরব।