বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:২৫

ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তরুণদের উদ্যমকে আরও বাড়িয়ে নিতে এই আয়োজন হচ্ছে : ইউএনও সুলতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী
তরুণদের উদ্যমকে আরও বাড়িয়ে নিতে এই আয়োজন হচ্ছে : ইউএনও সুলতানা রাজিয়া

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ফরিদগঞ্জে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই তারুণ্যের উৎসবের মাধ্যমে তরুণদের উদ্যমকে আরও বাড়িয়ে নিতে এই আয়োজন হচ্ছে। তারুণ্যের শক্তি বিশ্ব জয় করতে পারে। এই শক্তিকে আরও বাড়িয়ে নেয়ার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন। আমাদের মনে রাখতে হবে, এটি শুধু একটি প্রতিযোগিতা। যারা ভালো করবে তারা এগিয়ে যাবে। আশা করছি, সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসবকে সুসম্পন্ন করতে পারবো। খেলায় একটি পৌরসভা ও পনেরটি ইউনিয়নের মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। আগামী ২৩ জানুুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌর একাদশ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ একাদশের মুখোমুখি হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা প্রকৌশলী আহবার আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাঈমুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সচিবগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়