প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫
শীতকালীন মিলনমেলা ও ক্রীড়া প্রতিযোগিতা
সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের সফল আয়োজন
মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর ২০২৪: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের ঐতিহাসিক পয়শা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিশেষ শীতকালীন মিলনমেলা ও ক্রীড়াপ্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে প্রায় সাড়ে চার হাজার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল একটি মিলনমেলা, যেখানে ঢাকা এবং মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ী, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা যোগ দেন।
|আরো খবর
বিকালের অংশে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিন ফুটবল এবং ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে সাঈদ হোসেন মিন্টু একাদশ এবং নাসির মির্জা একাদশ মুখোমুখি হয়। সাঈদ হোসেন মিন্টু একাদশ ২-০ গোলে জয়ী হয়। অপরদিকে, ক্রিকেট ম্যাচে মতিউর রহমান সারেং একাদশ ৩৮ রানে বিজয়ী হয়।
জয়ী দলের সদস্যদের হাতে সম্মাননা কাপ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নিজাম মল্লিক নিঝু এবং সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মতিউর রহমান মতি সারেং।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সমাজের গুণী ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন এস এম জিলানী (সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি), সুমন ভূঁইয়া (শ্রমিক দলের আহবায়ক, ঢাকা মহানগর দক্ষিণ), ফরহাদ হোসেন (যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি), এবং অনেক স্থানীয় নেতৃবৃন্দ।
ক্রীড়াপ্রতিযোগিতা ও মিলনমেলার সার্বিক তত্ত্বাবধান করেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাঈদ হোসেন মিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ জনি, এবং ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাজীব হোসেন।
এদিনের আয়োজন ছিল একটি সফল উদ্যোগ, যা ব্যবসায়ী, রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনের মানুষের মধ্যে সম্পর্ককে আরো দৃঢ় করেছে।