প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮
শুরু হচ্ছে ব্লু সার্ক বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট
ষষ্ঠ আসরে অংশ নেবে চারটি দল
আগামী ২১ ডিসেম্বর চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে। এবারের ৬ষ্ঠ আসরে অংশ নিচ্ছে ৪টি দল। ব্যবস্থাপনায় রয়েছে এসএসসি-২০০২ ও এইচএসসি-২০০৪ ব্যাচ। অংশ নেয়া দলগুলো হলো :- রিভার সাইড চাঁদপুর, ইউনিক চাঁদপুর, ইনটেন্ট ইন্টোরিয়োস চাঁদপুর ও চাঁদপুর ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফিসহ রয়েছে বিভিন্ন ধরনের পুরস্কার। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে ব্লু সার্ক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন।
গত কয়েক বছর ধরে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বন্ধুদের নিয়ে নিয়মিত এই আয়োজনটি করে যাচ্ছে ব্যাচের শিক্ষার্থীরা। দিনব্যাপী ম্যাচ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে মিলন মেলাসহ খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার রাতে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্য থেকে বিভিন্ন দলের খেলোয়াড় নেয়া হয়। টুর্নামেন্ট উপলক্ষে প্রতিটি দলেরই খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করছেন।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তারা জানায়, আমরা এসএসসি পড়ুয়া জেলার বিভিন্ন উপজেলার বন্ধুদের নিয়ে প্রতিবছরই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকি। আশা করি এবারের টুর্নামেন্টটিও অনেক সুন্দর হবে।
রিভার সাইড চাঁদপুর দলের খেলোয়াড়রা হলো : আলামিন, নাসির, সুবল দাস, ইমন সরকার, পাভেল, শোভন চৌধুরী, অজয় সেন, জয় সাহা, অপু দত্ত, মনিরুজ্জামান বাবলু, জিয়াউল হক জিয়া, মিজানুর রহমান শান্ত ও রাসেল সিদ্দিকী। টিম মালিক-আসিফ ইকবাল ও টিম ম্যানেজার মাহবুবুল আলম স্বপন।
ইউনিক চাঁদপুর : সাইফ সোহাগ, মির্জা ইউসুফ, রুবেল খান, মাহাবুব জুয়েল, সাখাওয়াত, সোহেল রাজু, হাবিবুর রহমান পাটওয়ারী, সাদ্দাম, মাহাবুব বেস্ট, ইয়াছিন, সুমন খান, অরবিন রিয়াদ ও গাজী আলামিন। টিম মালিক-মনির খান ও টিম ম্যানেজার এইচ আর হাবিব।
ইনটেন্ট ইন্টোরিয়োস চাঁদপুর : রকিবুল হাসান, মনির (টি-২০), সোহাগ ভুইয়া, পারভেজ (হাব্বি), কাউসার, মোর্শেদ শাওন, আমিন, সাফাউদ্দিন, জামিল হায়দার, মমিন, কাদের পলাশ, জামাল সুমন ও আলামিন। টিম মালিক-মামুন তানজিল ও টিম ম্যানেজার জামিল হায়দার।
চাঁদপুর ভিক্টোরিয়ান্স : সবুজ, নাইয়ান, সোহাগ খান, নুর মোহাম্মদ বাবু, মুরাদ, সাখাওয়াত বর্ণ, দুখু মিয়া, হাবিবুর রহমান শুভ, হাবিব মিজি, হাসান উল্লা, এইচএমজাকির, দিদার ও দিদারুল আলম মিলন। টিম মালিক দুখু মিয়া ও টিম ম্যানেজার এমডি হেলাল।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও খেলোয়াড় ফয়সাল খানের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আমরা ইলিশ নগরীতে প্রতি বছরই বন্ধু ব্যাচ নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি। এতে খেলাধুলার পাশাপাশি বন্ধুদের সম্পর্কটা আরো গভীর হয়। খেলাধুলায় অন্য কিছুর থেকে একটু বেশি আনন্দ লাগে। বছরের বিভিন্ন সময়েই আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি। তাই বছরের ১টি দিন সবার সাথে পরিবারের সদস্যদের নিয়ে কাটাবো, আশা করি ভালো লাগবে সবারই। আর বন্ধুদের খেলাধুলায় সহযোগিতা করতে পেরে ভালোই লাগছে। যদিও আমাকে সহযোগিতা করেছে আমাদের কোম্পানির কর্ণধার আমার বড়োভাই ইমরান খান।