বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬

নাজিরপাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন

সভাপতি জীবন, সাধারণ সম্পাদক শরীফ ও সাংগঠনিক সোহাগ

চৌধুরী ইয়াসিন ইকরাম
নাজিরপাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী নাজিরপাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন করা হয়েছে। আগামী ক'দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ক্লাব সূত্রে জানা গেছে।

শনিবার বিকেলে নাজিরপাড়া এলাকায় ক্লাবের উপস্থিত কর্মকর্তা ও খেলোয়াড়দের সম্মতিতে ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির বর্তমান সভাপতি সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক রোটারিয়ান শরীফ আশ্রাফুল হক এবং সাংগঠনিক সম্পাদক চাঁদপুর জেলা ফুটবল দলের সাবেক ফুটবলার সোহেল রানা সোহাগ।

ক্লাব সূত্রে জানা যায় যে, শনিবার বিকেলে ক্লাবের নতুন কমিটি, খেলাধুলায় অংশগ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন ক্লাব সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব কর্মকতা ডা. মো. সফিউল্লাহ, রোটা. কাজী মাইনুল হক জীবন, স্বপন চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, বিএম হান্নান, আনোয়ার পারভেজ, সোহেল রানা সোহাগ, ওয়াহিদুজ্জামান লাবু, মাসুদুর রহমান, পারভেজ দেওয়ান, মো. মামুন দেওয়ান, নুরুল হাসান, নূরে আলম নয়নসহ অন্যরা।

ক্লাবের নবাগত কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ করলে তারা এই ক্রীড়া প্রতিবেদককে বলেন, আমাদের এই ক্লাবটির অনেক ঐতিহ্য রয়েছে। আমরা ফুটবল লীগে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছি। আমাদের দলের অনেক ফুটবলার দেশের জাতীয় দলসহ ঢাকার নামকরা বিভিন্ন ক্লাবে নিয়মিত খেলেছেন। জেলা পর্যায়ে নাজিরপাড়া ক্রীড়া চক্র ফুটবল সহ অন্যান্য খেলাধুলায় বেশ ক'বার চ্যাম্পিয়ন হয়েছে। খেলাধুলায় আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করবো। এজন্যে আমরা এলাকাবাসী এবং ক্লাবের সকলের সহযোগিতা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়