শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

কাল চট্টগ্রামে কুমিল্লার সাথে খেলবে চাঁদপুর জেলা ক্রিকেট দল

চৌধুরী ইয়াসিন ইকরাম
কাল চট্টগ্রামে কুমিল্লার সাথে খেলবে চাঁদপুর জেলা ক্রিকেট দল

চট্টগ্রামে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইয়ং টাইর্গাস অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট (২০২৪-২৫)। বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা অংশ নিয়েছে। খেলাগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স ও চাঁদপুর জেলা স্টেডিয়ামে।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাকে নিয়ে ৩টি গ্রুপ নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ‘এ’ তে রয়েছে খাগড়াছড়ি, চাঁদপুর, কুমিল্লা ও নোয়াখালী। গ্রুপ ‘বি’তে কক্সবাজার, ফেনী, বান্দরবান ও রাঙ্গামাটি এবং গ্রুপ ‘সি’তে রয়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া।

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হবে খাগড়াছড়ি ও নোয়াখালী অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দল দিয়ে। অপরদিকে একই দিনে চাঁদপুর স্টেডিয়ামে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলা দিয়ে।

চাঁদপুর জেলা ক্রিকেট দল ১১ ডিসেম্বর কুমিল্লা, ১২ ডিসেম্বর খাগড়াছড়ি ও ১৫ ডিসেম্বর নোয়াখালীর সাথে প্রথম রাউন্ডের খেলায় অংশ নিবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৮ নভেম্বর থেকে এ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিলো। বিভিন্ন পরিস্থিতির কারণে খেলা পিছিয়ে দেয়া হয়। চাঁদপুর জেলা দল ১৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করেছে চাঁদপুর স্টেডিয়ামে। তত্ত্বাবধানে রয়েছেন জেলা দলের ক্রিকেট কোচ শামীম ফারুকী সহ বয়স ভিত্তিক ক্রিকেট দলের কোচ পলাশ কুমার সোম।

চাঁদপুর জেলার বয়স ভিত্তিক ক্রিকেট দলের অনুশীলন চলাকালে নিয়মিত মাঠে এসে খেলোয়াড়দের খোঁজ-খবর নেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। অনুশীলনরত কয়েকজন ক্রিকেটারে এ প্রতিবেদককে বলেন, মোস্তাফিজ স্যার আমাদের খেলার ব্যাপারে খোঁজ-খবর সহ নিয়মিত যাতে খেলাধুলা করতে পারি এ বিষয়সহ অন্যান্য ব্যাপারে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো বয়সভিত্তিক ক্রিকেট খেলায় প্রথম রাউন্ডের দলগুলোর সাথে জয়লাভ করে ২য় রাউন্ডে উঠার। আমরা নিয়মিতই অনুশীলন করছি। আশা করি দলের সকলেই তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা যে কোনো দলের সাথেই জয়লাভ করতে পারবো।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : শাহেদ আফ্রিদী, সালমান জাহাান মিয়াজী, মাহমুদুল হাসান নোমান, ইলিয়াছ আহমেদ হিমেল, রাকিব হাসান শামিম, আলামিন বেপারী, রাতুল দাস, মারিন, সিয়াম আখন্দ, নাবিল, আবুবক্কর রনি, ইমতিয়াজ আয়মন, অনিমেষ কর, নাফী, রাফিদ, ইনজামামুল হক, মুশফিক হাসান আয়ান ও জিহাদ গাজী। কোচ পলাশ কুমার সোম।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব-১৪ অনূর্ধ্ব-১৬ দল বিভাগীয় পর্যায়ের ক্রিকেটে কোচ পলাশ কুমার সোমের নেতৃত্বে খেলে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়